রাঙ্গুনিয়ায় শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি ফুটবল টুনার্মেন্টের প্রথম রাউন্ডের ৬ষ্ঠ খেলায় জয়ী হয়েছে রোয়াজারহাট–পারুয়া সিএনজি চালক সমিতি ফুটবল একাদশ। দলটি মধ্যম মুরাদনগর ফুটবল একাদশকে ২–১ গোলে পরাজিত করে। গতকাল বুধবার বিকেলে রাঙ্গুনিয়া শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদের আয়োজনে রাঙ্গুনিয়া পৌরসভার রোয়াজারহাট ইছামতি চত্বরে খেলার আয়োজন হয়। এতে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুস শুক্কুর। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক এবং রাঙ্গুনিয়া ক্লাবের সদস্য সচিব মো. মহসিন। উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রিয়াজ মোর্শেদ রবিন। বিশেষ অতিথি ছিলেন পৌরসভা ওলামাদল নেতা ফারুকুল ইসলাম, পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক মো. মিজানুর রহমান, মো. এনাম খাঁন, আবদুল হালিম, পৌরসভার ৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এনাম হোসেন, পৌরসভা ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. মোরশেদ আলম, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইমরান হোসেন, পৌরসভা শ্রমিক দলের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, পারুয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শেখ সোহেল তাজ, স্বেচ্ছাসেবক দল নেতা জিকু বড়ুয়া, যুবদল নেতা আনোয়ার হোসেন, পৌরসভা ছাত্রদল নেতা রিজুয়ান খান রাব্বি প্রমুখ। মুক্তার হোসেন আকাশের সঞ্চালনায় বক্তব্য দেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির মো. জাহেদ, মো. মিটু, মো. সাজ্জাদ, মো. আরিফ, মো. রিয়াজ, মো. আসিফ, মো. সেলিম, মো. মামুন,মো. হৃদয়। খেলার রেফারি ছিলেন মানিক কান্তি দাশ। নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত খেলায় ১৬ টি দল অংশ নিচ্ছে।