রাঙ্গুনিয়ায় সার ও বালাইনাশকের দোকানে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার রাঙ্গুনিয়া পৌরসভার ঘাটচেক এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন। সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সার ও বালাইনাশকের দোকানে নানা অনিয়মের অভিযোগে এই অভিযান চালানো হয়।