রাঙ্গুনিয়ায় সাড়ে ১৫ লাখ টাকার অবৈধ সিগারেটসহ আটক ২

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ at ১০:২৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় সাড়ে ১৫ লাখ টাকা মূল্যের অবৈধ সিগারেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল পৌনে ৯টায় রাঙ্গুনিয়া থানা সদরের সোহাগ কমিউনিটি সেন্টারের সামনে কাপ্তাই সড়ক থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি সিএনজিচালিত টেক্সিও জব্দ করা হয়েছে।

আটকরা হলেন লোহাগাড়া থানার পুটিবিলা এলাকার রায় মোহনের ছেলে দিপঙ্কর বড়ুয়া (৪৫) ও রাঙামাটির লংগদু থানার বগাচতর ইউনিয়নের আবুল হোসেনের ছেলে ওমর ফারুক (৩০)। জানা যায়, কাপ্তাই থেকে টেক্সিটি শহরের দিকে যাচ্ছিল। এ সময় গাড়িটি তল্লাশি করে বিভিন্ন বিদেশি সিগারেট ভর্তি ৪টি সাদা রঙের প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। এ সময় টেক্সিটি জব্দ করা হয়।

রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, সিগারেট ও টেক্সিসহ দুই আসামিকে আটক করা হয়েছে। আমদানি নীতি ভঙ করার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডারে তাযকেরা-এ-চেরাগে উম্মতে আহমদী (দ.) মাহফিল
পরবর্তী নিবন্ধআগামীর বাংলাদেশ হবে ন্যায়-ইনসাফের