রাঙ্গুনিয়ায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ মার্চ, ২০২৫ at ৪:৪৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার শীর্ষ মাদক কারবারি আজিজুল হক ওরফে জলইক্যাকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঘাগড়াকূল নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ও র‌্যাব। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই বছরের সাজা রয়েছে। গত রোববার সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, জলইক্যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে বেপরোয়াভাবে মাদক বিক্রি করলেও পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিল। ২০১৭ সালের একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জলইক্যার দুই বছরের সাজা রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হালদার বলেন, আসামির বিরুদ্ধে দুই বছরের সাজা রয়েছে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক বিক্রির অভিযোগ আসছিল।

পূর্ববর্তী নিবন্ধজমিয়তুল ফালাহ মসজিদে ২০ রমজান থেকে ক্বেয়ামুল লাইল
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে তুলা চাষে ঝুঁকছেন অনেকেই