রাঙ্গুনিয়া উপজেলার রাজারহাট ক্রীড়া পরিষদের আয়োজনে বৃহত্তর রাজানগর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মরহুম সফিউল আলম সিকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা রাজাভুবন উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। খেলায় রাজারহাট সিএনজি সমিতিকে ১–০ গোলে পরাজিত করে আবিদ পাড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। এদিনের খেলা উপভোগ করতে মাঠের চতুর্পাশে হাজার দর্শকের উপচে পড়া ভিড় ছিলো। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও খেলার পৃষ্ঠপোষক জাহেদ আহমেদ সিকদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি‘র আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার। উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপি‘র সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি‘র যুগ্ম আহবায়ক ফজলুল হক, মুজিবুল আলম মুজিব, উপজেলা যুব দলের আহবায়ক মুহাম্মদ সেকান্দর সওদাগর, যুগ্ম আহবায়ক সুমন তালুকদার, শামসুল আলম, লালানগর ইউনিয়ন বিএনপি‘র সভাপতি লিয়াকত আলী তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল মোনাফ, দক্ষিণ রাজানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল হক ফজু, উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের বিদ্যুৎসাহী সদস্য ইদ্রিস তালুকদার, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক বাচা, যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ তালুকদার, ইউনিয়ন যুবদলের সভাপতি মুহাম্মদ বখতেয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন, যুবদল নেতা মুহাম্মদ রুবেল, সাবেক ছাত্রনেতা দিদার সিকদার, ইসহাক সিকদার, রাজারহাট ক্রীড়া পরিষদের সদস্য বাচা মিয়া, মো. তাহাসিন, লিকছান সিকদার, মো. মারুফ, মো. নিহাল, মো. জাবেদ, মো. মাহি, মো. মাহামুদ, মো. ইব্রাহিম, মো. সিপাত, মো. ইমরান, মো. মিজান প্রমুখ।