রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত সিএনজি চালকের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ জুলাই, ২০২৪ at ৮:২৬ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় মালবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত অটোরিক্সা চালক বিজয় লাল আচার্য্য (৪৭) মারা গেছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্বজনরা বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে এই ঘটনায় মীর মো. হোসেন (৫৫) নামে এক যাত্রী ঘটনাস্থলে মারা গিয়েছিলেন। জনপ্রতিনিধি, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে রাঙ্গুনিয়া থেকে একটি মালবাহী ট্রাক চট্টগ্রামরাঙামাটি সড়ক পথে চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছিলো। যাওয়ার পথে রাঙ্গুনিয়ার ঠান্ডাছড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান যাত্রী মীর মো. হোসেন। এই সময় চালক বিজয় লালসহ অজ্ঞাতনামা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়। আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়। আহত বিজয় লাল সোমবার সকালে হাসপাতালে মারা যান।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, সড়ক দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার কাজ চালিয়েছেন। দুর্ঘটনার বিষয়ে থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় দুই অটো রাইচ মিলকে ৭০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় প্রাথমিক স্কুলে ৫ শ বৃক্ষরোপণ করল ৩ শতাধিক শিশু