হিজরি নববর্ষ উদযাপন ও পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে আজিমুশশান মিলাদ মাহফিল গাউছিয়া সমিতি ও গাউছিয়া যুব সমিতি রাঙ্গুনিয়া ও পোমরা শাখার যৌথ ব্যবস্থাপনায় গত ১১ জুলাই পোমরা খাঁ মসজিদ খানকাহ্ শরীফে অনুষ্ঠিত হয়েছে।এতে ছদারত করেন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা। তকরীর করেন মাওলানা জরিপ আলী আরমান ও মাওলানা ইয়াকুব আলী। উপস্থিত ছিলেন আবদুল মান্নান হারুনী, অধ্যাপক সাইফুল আলম মাসুদ, মাস্টার মুহম্মদ ইসমাইল, মনিরুল ইসলাম, মো. মুছা, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, মো. পারভেজ, মো. সাহাবু, মো. রিকু, মো. বেলাল প্রমুখ। শেষে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।