রাঙ্গুনিয়ায় শেষ হলো কৃষি মেলা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১৩ জুলাই, ২০২৪ at ৫:৩৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় তিনদিনব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শেষ হয়েছে। উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে গেল ৬ জুলাই শুরু হয়ে শেষ হয় গত ৮ জুলাই। শুরুতে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন।

সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান মেহেবুবের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েসের সঞ্চালনায় অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতী। তিনদিনব্যাপী এই মেলায় আইপিএম ও উত্তম কৃষি ব্যবস্থাপনা, আইপিএম ও উত্তম কৃষি ব্যবস্থাপনা কর্ণার, জলবায়ু পরিবর্তন ও ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি কর্ণার, ক্লাইমেট স্মার্ট স্কুল এন্ড ক্লাব কর্ণার, কৃষকের স্বাস্থ্য সুরক্ষা কর্ণার, বীজ উৎপাদন ও সংরক্ষণ কর্ণার, উপজেলা মৎস্য অফিস, কারিতাস বাংলাদেশ, আধুনিক পানি ব্যবস্থাপনা কর্ণার নামে মোট আটটি স্টলে কৃষি ও কৃষি প্রযুক্তি সম্পর্কে বিভিন্ন মডেল প্রদর্শিত হয়। এছাড়া মেলায় দেশীয় ফলমূলের প্রদর্শন করা হয়। উদ্বোধনকালে উপজেলা সম্মেলন কক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ রাঙ্গুনিয়ায় কৃষির অগ্রগতি ও সমৃদ্ধির জন্য নানা পরামর্শ দেন এবং কৃষি বিভাগের নানা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের হেলথ ক্যাম্প
পরবর্তী নিবন্ধকলেজিয়েট ৮৫ ট্রাস্টের সবুজায়ন কর্মসূচি