রাঙ্গুনিয়ায় শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনালে অলস্টার স্পোর্টিং ক্লাব

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ২৬ আগস্ট, ২০২৩ at ৫:২৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার শেখ রাসেল ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত শেখ রাসেল কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা গতকাল শুক্রবার পোমরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় অলস্টার স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ টাইব্রেকারে ৪৩ গোলের ব্যবধানে রাউজানের ওয়াইকেবি ক্লাবকে পরাজিত করে টুর্নামেন্টের সেমিফাইনালে উন্নীত হয়েছে। খেলার নির্ধারিত সময়ে দুইদল ভাল ক্রীড়া নৈপুণ্য দেখালেও কোন দলই গোল করতে পারেনি। ফলে গোলশূন্য ড্র হয়েছিলো ম্যাচটি।

খেলায় উদ্বোধক হিসেবে ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক জগলুল হুদা। প্রধান অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদিউল খায়ের লিটন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন রাঙ্গুনিয়ার শেখ রাসেল ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক এমরুল করিম রাশেদ। সংবর্ধিত অতিথি ছিলেন সাবেক কৃতী ফুটবলার পেয়ারুল ইসলাম। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আহমদ আলী নঈমীর সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক হালিম আব্দুল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মাস্টার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার আজিজ, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক এহসান হাবিব, ইউপি সদস্য আবু জাফর, আয়োজক কমিটির আব্দুল সবুর, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন অলস্টার স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক মো. সেলিম। তাকে ট্রফি দেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধবরমা কলেজে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
পরবর্তী নিবন্ধসেটি ছিল একটি বিজ্ঞাপনের স্লোগান