রাঙ্গুনিয়ায় শেখ রাসেল কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিতে পানছড়ি একাডেমি

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ২৩ আগস্ট, ২০২৩ at ১০:৩১ পূর্বাহ্ণ

বাফুফের ওয়ান স্টারসনদ প্রাপ্ত রাঙ্গুনিয়ার শেখ রাসেল ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত শেখ রাসেল কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা গতকাল পোমরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় শিলক ফুটবল একাদশকে টাইব্রেকারে ৩০ গোলের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উন্নীত হয়েছে পানছড়ি ফুটবল একাডেমি। খেলার নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে জয় পায় পানছড়ি একাডেমি। খেলায় উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ নাসির। প্রধান অতিথি ছিলেন পোমরা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মফজ্জল আহমেদ কন্ট্রাক্টর। স্বাগত বক্তব্য দেন রাঙ্গুনিয়ার শেখ রাসেল ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্টপোষক এমরুল করিম রাশেদ। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আহমদ আলী নঈমীর সভাপতিত্বে এবং সদস্য সচিব এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মাস্টার, আনোয়ার আজিজ, মো. মহিউদ্দিন, আব্দুল সবুর, মো. সেলিম প্রমুখ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন পানছড়ি ফুটবল একাডেমির গোলরক্ষক মো. রিয়াজ।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটি কম্পিউটার সাইয়েন্স বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধএশিয়া কাপ থেকে ছিটকেই গেলেন ইবাদত প্রথমবারের মত ডাক পেলেন তানজিম