রাঙ্গুনিয়ায় শেখ কামাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বাদামতলী একাদশ চ্যাম্পিয়ন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৭ অক্টোবর, ২০২৩ at ১০:৫৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজারহাট ক্রীড়া পরিষদ আয়োজিত শেখ কামাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শুক্রবার বিকেলে রাজাভুবন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় বাদামতলী ফুটবল একাদশ ১০ গোলে পারুয়া টাইগার ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান তালুকদার। উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ তালুকদার। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তফা বদিউল খায়ের লিটন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য মোসলেম সিকদার, পারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ তালুকদার, রাজারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হেলাল সিকদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর মন্ডল প্রমুখ। টুর্নামেন্টে চট্টগ্রামের বিভিন্ন এলাকার ১৬টি দল অংশ গ্রহণ করে।

পূর্ববর্তী নিবন্ধকল্লোল সংঘ ফুটবল দলের অনুশীলন শুরু
পরবর্তী নিবন্ধআবারো পয়েন্ট হারালো সিটি কর্পোরেশন একাদশ