রাঙ্গুনিয়ায় দশ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সৈয়দ ইফতেখার আলম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ সৈয়দ বাড়ি ৮নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
গ্রেফতার ইফতেখার একই এলাকার মৃত আবুল ফজলের ছেলে। ভুক্তভোগী শিশু কন্যার মা রোববার বিকালে এই ঘটনায় থানায় মামলা দিলে পুলিশ তাকে গ্রেফতার করে। গতকাল সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার এজহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম ও অভিযুক্তের বাড়ি একই এলাকায়। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শিশুটিকে অভিযুক্ত ইফতেখার তার ঘরের বাইরে থাকা টয়লেটে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির ভাই দেখে ফেললে ইফতেখার সেখান থেকে পালিয়ে যায়। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার বিষয়ে এলাকায় জানাজানি হয়ে গেলে শুক্রবার স্থানীয়ভাবে সালিসি বৈঠকের মাধ্যমে সুরহার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে শনিবার থানায় মামলা দিলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, সে দায় শিকার করে ঘটনাটি দামাচাপা দেয়ার চেষ্টা করে। তবে রোববার ভুক্তভোগীরা মামলা দিলে অভিযুক্ত সৈয়দ ইফতেখার আলমকে গ্রেপ্তার করে জেলে প্রেরণ করা হয়েছে।