রাঙ্গুনিয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২০ আগস্ট, ২০২৪ at ১১:০৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার আল্‌ আরাফাহ ইসলামী ব্যাংক চন্দ্রঘোনা লিচুবাগান শাখার উদ্যোগে ব্যাংক মিলনায়তনে এসব চারা বিতরণ করা হয়। বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবদুল হান্নান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল ইসলাম। ব্যাংকের প্রিন্সিপ্যাল অফিসার মাহমুদ করিমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, মাদ্রাসা এ তৈয়্যবিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এ এম নছিমুদ্দীন কওছর, আইডিয়াল কে জি এন্ড হাইস্কুলের অধ্যক্ষ শাহানা আক্তার, দ্যা রাইজিং সান কেজি এন্ড হাইস্কুলের সভাপতি মহিউদ্দিন রোকন, অধ্যক্ষ রবিউল হোসেন মামুন, তৈয়্যবিয়া তাহেরিয়া নুরুল হক জরিনা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মো. বদরুল হাসান, আল্কাছ তালুকদার, মো. আবদুল মাবুদ তালুকদার, মো. রফিক, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহ সভাপতি আব্বাস হোসাইন আফতাব প্রমুখ। শেষে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে ২০০ ফলদ, বনজ ও ওষুধি চারা বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসাবেক ক্রীড়া উপমন্ত্রী জয় গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ‘পালিয়ে যাওয়া’ আওয়ামী লীগ নেতার মৃত্যু ভারতের পশ্চিমবঙ্গে