রাঙ্গুনিয়ায় রাজমিস্ত্রিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম অভিযুক্ত সহোদর গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ৭ মার্চ, ২০২৫ at ৯:৫৬ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় জাহেদুল আলম গফুর নামে এক রাজমিস্ত্রিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সহোদর আবদুল কাদের (২৩) ও মো. ফাহিম (২১) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ভোরে উপজেলার পোমরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড গীরছ ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত স্থানীয় নুরুল ইসলামের ছেলে গফুর বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার কাদের ও ফাহিম আবদুল শুক্কুরের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোর ৮টার দিকে অভিযুক্ত আবদুল কাদের প্রতিবেশি রাজমিস্ত্রি গফুরের ঘরে লোহার কিরিচ হাতে প্রবেশ করে কুপিয়ে জখম করার চেষ্টা করে। তবে ভাগ্যক্রমে তার হাত থেকে কিরিচটি পরিবারের অন্য সদস্যরা কেড়ে নেয়। পরে কোমর থেকে লোহার হাতুড়ি বের করে রাজমিস্ত্রি গফুরকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর যখম করে। পরে তার ভাই ফাহিমও ঘটনাস্থলে গিয়ে কিরিচ দিয়ে আঘাত করলে ভুক্তভোগী গফুরের ডান পায়ে, হাতে এবং গলায় রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আবদুল কাদেরকে ধরে ফেলে গণধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর করেন। এ সময় ফাহিম পালিয়ে যায়। পরে ফাহিমকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।

এ ব্যাপারে রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক জাকির হোসেন বলেন, অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। পরে জেল হাজতে প্রেরণ করা হয়। ঘটনা আরও তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধনগরে তিন বাজারে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় গোয়াল ঘরের তালা ভেঙে ৪টি গরু চুরি