রাঙ্গুনিয়ায় রমজান মাসব্যাপী বিনামূল্যে কোরান শিক্ষা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৮ মার্চ, ২০২৫ at ১০:৫৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় পুরো রমজান মাসব্যাপী বিনামূল্যে পবিত্র কোরান শিক্ষা কোর্সের উদ্বোধন হয়েছে। গত ২ মার্চ দুপুরে রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি জামে মসজিদের দ্বিতীয় তলায় কোর্স শুরু হয়।

মৌলভী ছাবের আহমদ (রহ.) পাঠাগার ও নুরানি কোরান শিক্ষা কেন্দ্রের উদ্যোগে ও সৈয়দবাড়ি সুন্নি নুরানি একাডেমি ও গাউছিয়া কমিটির সহযোগিতায় কোর্সটি চলছে। কোর্সের প্রথম দিনে বিভিন্ন বয়সী প্রায় ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দবাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ইসকান্দর, সৈয়দবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মো. মঈন উদ্দিন সিকদার, ইমাম মাওলানা সাখাওয়াত হোসাইন হোসাইন তৈয়্যবী মিঞা ও প্রশিক্ষক মো. কাউসার হোসাইন। প্রশিক্ষণ শেষে কৃতী প্রশিক্ষণার্থীদের পুরস্কার দেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া সরকারি কলেজে বিদায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধচন্দনাইশের ধোপাছড়িতে অগ্নিকাণ্ডে ৩ দরিদ্র পরিবার নিঃস্ব