রাঙ্গুনিয়ায় যুবলীগ কর্মী খুনের মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ১১ অক্টোবর, ২০২৩ at ৬:৩৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় যুবলীগ কর্মী মঞ্জুরুল ইসলাম ওরফে টাক্কুইল্যা (৩৮) খুনের মামলার প্রধান আসামি খান মোহাম্মদ মঈন উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত সোমবার রাত ১০ টার দিকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার একটি খাবার হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্ত্তী বলেন, গ্রেপ্তারের পর র‌্যাব সোমবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে আসামিকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করেন। ঘটনার দিন গত রবিবার দিনগত রাত দেড়টার দিকে মঞ্জুরুলের স্ত্রী কোহিনুর আকতার বাদী হয়ে খান মোহাম্মদ মঈন উদ্দিনকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা করে। মামলায় পৌরসভার ৭নং ওয়ার্ড পাঠানপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদ খানের ছেলে খান মোহাম্মদ মঈন উদ্দিন (৪৫), নবীর হোসেন বাচা মিয়ার ছেলে ওবায়দুল কাদের সুমন (৩৮), সৈয়দবাড়ি গ্রামের মৃত রমজান আলীর ছেলে আল আমিন সাগর (৩০) ও শান্তি নিকেতন গ্রামের ডা. আদেশ দাশের ছেলে শুভজিত দাশ (৩৪) কে আসামি করা হয়েছে।

উল্লেখ্য গত রবিবার বিকেলের দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড শান্তি নিকেতন বালু মহাল শ্মশান এলাকায় বন্ধু সেকান্দরসহ বসে আড্ডা দিচ্ছিলেন মঞ্জরুল। হঠাৎ মুখোশ পড়া কয়েকজন ব্যক্তি এসে তাদের ওপর অতর্কিত গুলি চালায়। সেকান্দর পালিয়ে বাঁচলেও মঞ্জুরুল দুই পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে বেধড়ক পিটিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত মঞ্জুরুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধভাইয়ের ছিনতাই করা পণ্য নিজের বলে বিক্রি করে বোন
পরবর্তী নিবন্ধইলিশ বোটে ইলিশ নেই