রাঙ্গুনিয়ায় যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ১০

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ জুন, ২০২৪ at ২:২৯ অপরাহ্ণ

চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কের রাঙ্গুনিয়ার ঠান্ডাছড়ি হাকিমনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়েছে।

এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুন) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় কামাল উদ্দিন চৌধুরী জানান, চট্টগ্রাম শহর থেকে ছেড়ে আসা লোকাল বাসটি ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে রাঙামাটির দিকে যাচ্ছিল। পথে রাঙ্গুনিয়ার ঠান্ডাছড়ি হাকিমনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসকে সাইট দিতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এতে বাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে দক্ষিণ চট্টগ্রামের বাসিন্দা একজনের হাত ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।

এছাড়া ছোট শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের জরুরি মালামাল, কাগজপত্র অনেক জিনিস হারিয়ে গিয়েছিলো। পরে এলাকার লোকজনের সহযোগিতা নিয়ে তাদের উদ্ধার করে তাদের টাকা-পয়সা, মোবাইল, জরুরি কাগজপত্র ফিরিয়ে দেয়া হয়।

রাণীরহাট ফাঁড়ি পুলিশ সদস্যবৃন্দ ঘটনাস্থলে এসেছেন। রেকার এনে বাসটিকে টেনে উপরে তোলার প্রক্রিয়া চালানো হচ্ছে বলে জানান প্রত্যক্ষদর্শী ও উদ্ধারে সহায়তাকারী কামাল উদ্দিন চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধকোতোয়ালীতে সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু