রাঙ্গুনিয়ায় মোগলেরহাট প্রিমিয়ার লিগ নবম আসরের উদ্বোধন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় মোগলেরহাট প্রিমিয়ার লিগ (এমপিএল) নবম আসরের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকেলে আমরা গ্রামবাসী কল্যাণ সমিতি ও রাঙ্গুনিয়া স্পোর্টসের সার্বিক সহযোগিতায় খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়। আমরা গ্রামবাসী কল্যাণ সমিতির উপদেষ্টামণ্ডলীর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফখরুল ইসলামর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেল মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিল্লোল বিশ্বাস।

এমপিএল কমিটির পরিচালক সুলতান মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আমরা গ্রামবাসী কল্যাণ সমিতির সহ সভাপতি রাশেদ তালুকদার, সদস্য আমানুল্লাহ, মো. আজগর, মো. শাহাদাত, মীর লোকমান হাকীম, সংবাদকর্মী ইসমাঈল হোসেন প্রমুখ। উল্লেখ্য স্থানীয় খেলোয়াড়দের নিয়ে চার দলে ভাগ হয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমুন্সিপাড়া আন্তঃ মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধএলিমিনেটরে চট্টগ্রাম হারলো খুলনার কাছে