রাঙ্গুনিয়ায় মুখোশধারীরা নিয়ে গেল স্কুলের ৯ ল্যাপটপসহ মূল্যবান মালামাল

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৫৪ পূর্বাহ্ণ

নাইটগার্ডকে আটকে রেখে রাঙ্গুনিয়ার একটি স্কুলের ৯টি ল্যাপটপ, বৈজ্ঞানিক সামগ্রীসহ মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছে। তিনচারজন মুখোশধারী ব্যক্তি উপজেলার পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ে এই চুরির ঘটনা ঘটায়। এই ঘটনায় গত বৃহস্পতিবার স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আবছার বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার রাতে স্কুলের নাইটগার্ড নুরুল আলম দায়িত্বরত ছিলেন। মাঝরাতে হঠাৎ তিনচারজন মুখোশধারী ব্যক্তি তাকে দেশীয় অস্ত্রের মুখে আটকে রেখে স্কুলের কম্পিউটার কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ৯টি ল্যাপটপ, ১টি প্রিন্টার ও বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক সরঞ্জাম এবং প্রধান শিক্ষকের অফিস কক্ষের আলমিরার তালা ভেঙে সেখানে থাকা গুরুত্বপূর্ণ সরকারি অফিসিয়াল ডকুমেন্টসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এতে আনুমানিক তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

এই ব্যাপারে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, চুরির ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে কাজ চলছে। অচিরেই তাদের আইনের আওতায় আনাসহ চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প
পরবর্তী নিবন্ধআজ কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ মাদরাসার ৮৯ তম সালানা জলসা