রাঙ্গুনিয়ায় মারমা যুবককে গুলি করে হত্যা

লেবু বাগান পাহারা দেয়ার সময় আরও তিনজন গুলিবিদ্ধ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ১১ এপ্রিল, ২০২৫ at ১০:৫৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় লেবু বাগান পাহারা দেওয়ার সময় এক মারমা যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার সরফভাটার সীমান্তবর্তী বোয়ালখালীর দুইজ্জাখালের লেমুছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আওয়াইমং মারমা (৩৩)। তিনি উপজেলার সরফভাটা মা (৩৫), চাইপিউ মারমার ছেলে হ্লাসাথুই মারমা (২৫) ও সাউচিং মারমার ছেলে উসাইমং মারমা (১৭)। এর মধ্যে বুকে গুলি লাগা মংরে মারমার অবস্থা আশঙ্কাজনক। বাকী দু’জনের একজনের পেটে ও অন্যজনের হাতে গুলি লাগে। তারা তিনজনই বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় মাস্টার অনন্ত চৌধুরী জানান, নিহত ও আহতরা পেশায় লেবু চাষি। প্রতিদিন লেবু বাগান পরিচর্যা, লেবু তুলা ও বিক্রি করে সংসার চালায়। সমপ্রতি লেবু চুরির ঘটনা ঘটে চলেছে। তাই প্রায় রাতে তারা বাগান পাহারা দিতে সেখানে রাত্রিযাপন করেন। বুধবার রাতেও তারা চারজন লেবু বাগান পাহাড়া দিতে গেলে ভোররাতে একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা করে। সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং আহত হয় আরও তিনজন ব্যক্তি।

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন বলেন, স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল করে লাশটি থানায় নিয়ে আসা হয়েছে। শুক্রবার (আজ) সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধঘাতক নাজিমকে খুঁজছে পুলিশ, থানায় হত্যা মামলা
পরবর্তী নিবন্ধচাকরি করে অভাবের সংসারে সহযোগিতার ইচ্ছা ছিল আরজুর