রাঙ্গুনিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ২৮ এপ্রিল, ২০২৫ at ১১:৪৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ঘুরে বেড়ানো মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি সেকান্দর হোসেন প্রকাশ শান্ত (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ব্রহ্মোত্তর উত্তরপাড়া গ্রামের জরিফ আলীর ছেলে। এলাকার ব্রহ্মোত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন কাম নৈশপ্রহরী পদে কর্মরত সেকান্দর হোসেন শান্ত নিজেকে ‘স্টার রাঙ্গুনিয়া’ চ্যানেল নামে একটি ফেসবুক ফেইজের সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় দাপট দেখায়। রাঙ্গুনিয়া মডেল থানার এএসআই নজরুল ইসলাম গতকাল বলেন, শনিবার মধ্যরাতে ব্রহ্মোত্তর উত্তরপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একটি মাদকের মামলায় আদালতের তিন বছরের সাজার পরোয়ানা রয়েছে। রোববার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, ২০১৯ সালে একটি মাদক মামলায় সেকান্দর হোসেন শান্তর বিরুদ্ধে তিন বছরের সাজা হয়। সাজার পর থেকে সে পলাতক। তার বিরুদ্ধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরীর চাকুরির আড়ালে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারেরও অভিযোগ রয়েছে। গ্রামের রহিম উদ্দিন জানান, সেকান্দর হোসেন শান্ত দীর্ঘদিন ধরে নৈশ প্রহরীর আড়ালে ‘স্টার রাঙ্গুনিয়া’ নামে একটি ফেসবুক ফেইজ খুলে নিজেকে সাংবাদিক ও কথিত রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সদস্য পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি ও মাদক বিক্রি করে আসছিল। তার সাথে জড়িত মাদক সিন্ডিকেটের অন্যদেরও গ্রেপ্তারের দাবি জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় জেলেদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধবিএনপির ৩১ দফা ঘরে ঘরে পৌঁছাতে হবে