রাঙ্গুনিয়ায় মহাথের বরণোত্তর পুনর্মিলনী

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ জানুয়ারি, ২০২৫ at ১১:০৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সচিব ও উপজেলার সৈয়দবাড়ি ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহারের বিহারধ্যক্ষ করুণাশ্রী মহাথেরর বরুণোত্তর পুনর্মিলনী গত মঙ্গলবার সম্পন্ন হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মহাথের বরণ উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক সুমেধানন্দ থের। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উর্ধত্বন সহ সভাপতি জ্ঞানানন্দ মহাথের। প্রধান জ্ঞাতি ছিলেন উদযাপন পরিষদের ব্যবস্থাপনা উপ পরিষদের চেয়ারম্যান সুমঙ্গল মহাথের। উদ্বোধক ছিলেন উদযাপন পরিষদের কার্যকরী সভাপতি পরমানন্দ মহাথের। বিশেষ অতিথি ছিলেন বৌদ্ধ ভিক্ষু সুমিত্তানন্দ থের, জ্ঞানবংশ মহাথের, সংঘানন্দ মহাথের, করুণাবংশ থের, সুপালবংশ থের, তণহংকর থের, করুণানন্দ থের ও অশোক তালুকদার।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ
পরবর্তী নিবন্ধসুন্দর সমাজ বিনির্মাণে সামাজিক ক্লাবগুলোর গুরুত্ব অপরিসীম