রাঙ্গুনিয়ায় মদিনা ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ৩০ ডিসেম্বর, ২০২৪ at ১১:০৬ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় আলহাজ্ব জালাল উদ্দীন মদিনা ফাউন্ডেশনের আয়োজনে চন্দ্রঘোনা পাঠানপাড়া শ্যামাপাড়া একতা সংঘের ব্যবস্থাপনায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন পাঠানপাড়ার স্থানীয় মাঠে গত শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে। বাহারী আলোকসজ্জা আর আতশবাজির মাধ্যমে টুর্নামেন্টের জমকালো উদ্বোধনে উপস্থিত ছিলেন হাজার হাজার দর্শক। একপর্যায়ে ফিতা কেটে খেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। বলপায়ে প্রবেশ করেন আইমান স্পোর্টিং ও বনগ্রাম জুনিয়র একাদশর খেলোয়াড়েরা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে জয়ী হয় বনগ্রাম জুনিয়র একাদশ। এদিন খেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন মদিনা। উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার। আবু বক্কর চৌধুরীর সভাপতিত্বে খেলায় সংবর্ধিত অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার এবং সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. মোজাফফর চৌধুরী। মো. মামুন ও মাসুদ বিন আল ইমরানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আবদুস সালাম মেম্বার, মো. সোলেমান, মোহাম্মদ ইরফান, মো. ওবাইদুল্লাহ, মো. খলিল, খলিলুর রহমান, মাহবুব আলম, আহামদুল হক, নজরুল ইসলাম বালি, হারুনুর রশীদ চৌধুরী, নাছের সওদাগর, জসিম উদ্দিন ড্রাইভার, আব্দুস সোবহান, মাওলানা রহমত উল্লাহ শাহীন, মফিজুর রহমান, ডা. গৌরপদ দাশ, মাস্টার পলাশ, মো. ফোরকান, মো. মুসলিম, ফয়সাল চৌধুরী প্রমুখ। টুর্নামেন্টে মোট ৮৬টি দল অংশগ্রহণ করছে।

পূর্ববর্তী নিবন্ধজিম জোন বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ সম্পন্ন
পরবর্তী নিবন্ধগ্যালারিতে ‘মুগ্ধ কর্নারে’ বিনামূল্যে পানি যেভাবে পাওয়া যাবে