রাঙ্গুনিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ৭ জুলাই, ২০২৪ at ৮:৫৮ পূর্বাহ্ণ

পরিবেশ সুরক্ষা ও জলবায়ুর অভিঘাত মোকাবিলায় রাঙ্গুনিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে রাঙ্গুনিয়া পৌরসভার মোহাম্মদপুর সড়কে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ মূল্যবান ‘নাগলিঙ্গম’ জাতের গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পররাষ্ট্রমন্ত্রী এসময় সকলকে বৃক্ষরোপণ করার আহ্বান জানিয়ে বাড়ির আশেপাশে এবং খালি জায়গায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করার অনুরোধ জানান। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন শাহ, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. নাহিদ হাসান, খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, ইছামতী রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন প্রমুখ। সংশ্লিষ্টরা জানান, উপজেলার তিনটি রেঞ্জে ১৫ লাখ গাছের চারা রোপণ করা হবে। বিভিন্ন সংযোগ সড়কে ৫০ হাজার গাছের চারা রোপণ করা হবে। এছাড়া বৃক্ষরোপণে উদ্বুদ্ধ ও রক্ষণাবেক্ষণে এলাকায় সচেতনতামূলক নানা প্রচারণা চালানো হবে বলে জানান সংশ্লিষ্টরা।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে বিষধর সাপের কামড়ে ১ ব্যক্তির মৃত্যু
পরবর্তী নিবন্ধযুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন