রাঙ্গুনিয়ায় এতিম ও দুস্থ শিশুদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রে বিনামূল্যে ৪৩ তম ব্যাচের কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সমাপনী ও ৪৪ তম ব্যাচের ইলেকট্রিক ওয়্যারিং মেরামতের উদ্বোধন হয়েছে। গতকাল রোববার প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান মেহেবুব। প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম। প্রশিক্ষণ কেন্দ্রের উপতত্ত্বাবধায়ক মো. ছানাউল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ওয়াহীদুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, প্রশিক্ষণার্থী সাইফুল ইসলাম, অমরজ্যেতি চাকমা প্রমুখ। প্রশিক্ষণ কেন্দ্রে ৬ মাস মেয়াদী ইলেকট্রিক ওয়্যারিং মেরামত প্রশিক্ষণে অংশ নেয়া ৬৪ জন প্রশিক্ষণার্থীদের শিক্ষা উপকরণ ও ব্যবহার্য্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া ৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ শেষ করা ৩৪ জন প্রশিক্ষণার্থী প্রতিজনকে নগদ ৪ হাজার টাকা, সনদ, পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।