রাঙ্গুনিয়ায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ অক্টোবর, ২০২৩ at ১০:৪৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া পৌরসভা রোজারহাট জয়নাব শপিং সেন্টারে স্থাপিত কর্ণফুলী ডায়াগনস্টিক সেন্টারে বিনামূলে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে এই চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়।

গতকাল বুধবার সকালে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম জেলার রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আসলাম খাঁন মাস্টার।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আকবর শাহ চৌধুরী, রাঙ্গুনিয়া ক্লাবের সাধারণ সম্পাদক মো. সেলিম চৌধুরী, সফু চৌধুরী, রোয়াজারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম চৌধুরী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন চৌধুরী, পরিচালক আমেনা বেগম, উম্মে সালমা আজিম, আবদুল গফুর, শারমিন আকতার রুনা, মাস্টার ফরিদুল আলম, জেনী আকতার, আশরাফুল আজিম ঈমন, সাংবাদিক জগলুল হুদা প্রমুখ।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম চৌধুরী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন চৌধুরী জানান, ক্যাম্পে বিনামূল্যে গাইনি, স্ত্রী ও প্রসূতি, মেডিসিন, ডায়াবেটিস, হৃদরোগ, বাত ব্যাথা, অর্থপেডিক, হাঁড়ভাঙা, ট্রমা ও মেরুদণ্ড, চর্ম ও যৌনসহ বিভিন্ন রোগের প্রায় তিন শতাধিক রোগী সেবা গ্রহণ করেন। প্রান্তিক জনগোষ্ঠীকে স্বল্প করছে চিকিৎসা সেবার ব্রত নিয়ে গেল এক দশক আগে চালু হয়েছিল কর্ণফুলী ডায়াগনস্টিক সেন্টার। প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত বিভিন্ন জাতীয় দিবস ও বর্ষপূর্তিতে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি।

পূর্ববর্তী নিবন্ধমানসিক রোগেরও বিজ্ঞানসম্মত চিকিৎসা রয়েছে : ডা. রাব্বি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ১১৭ জন