রাঙ্গুনিয়ায় বিদ্যুৎ না থাকায় উত্তেজিত ভুক্তভোগীদের অফিস ঘেরাও

কর্মবিরতিতে লাইনম্যানরা

জগলুল হুদা, রাঙ্গুনিয়া | মঙ্গলবার , ৩ জুন, ২০২৫ at ১১:৩৯ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে চরম বিদ্যুৎ বিভ্রাট। উপজেলার কোন কোন এলাকায় দুইদিন কিংবা চারদিনেও দেখা মিলছে না বিদ্যুতের। ফলে এই নিয়ে এলাকাজুড়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

সর্বশেষ আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে একটানা সন্ধ্যা ৭টা পর্যন্ত বিদ্যুৎ ছিলো না। ভারী বৃষ্টিতে গাছের ঢালপালা পড়ে সঞ্চালন লাইনে ত্রুটির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। অন্যদিকে পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত লাইনম্যানরা চলে যায় ঢাকায় আন্দোলনে। এমন পরিস্থিতিতে দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ চালু না হওয়ায় পুরো রাঙ্গুনিয়াজুড়ে চরম ভোগান্তির মধ্যে পড়েন সাধারণ জনসাধারণ।

এদিন বিকালের দিকে উত্তেজিত ভুক্তভোগীরা পল্লী বিদ্যুতের রাঙ্গুনিয়া জোনাল অফিসে গিয়ে অবস্থান নেয়। তবে সেনাবাহিনির হস্তক্ষেপে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পুনরায় বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়। রাত ১১টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলার ৫০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।

জানা যায়, মঙ্গলবার দিনভর বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে দিন কাটে সাধারণ জনসাধারণের। সন্ধ্যার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্ধকারে মোমের আলোতে চিকিৎসা সেবা চালাতে দেখা যায় চিকিৎসকদের। বিভিন্ন খাবার দোকানের মালামাল নষ্টের উপক্রম হয়। এমনকি মোবাইলেও নেটওয়ার্ক সমস্যা দেখা দেয়ায় ফোন দেয়া যাচ্ছিলো না।

বিভিন্ন অভিযোগ কেন্দ্রের মুঠোফোনে কল করে না পাওয়ায় সরাসরি গিয়ে দেখেন সব অফিস তালাবদ্ধ। পরে জানা যায়, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের ৭ দফা আন্দোলন এর সাথে সংহতি প্রকাশ করে উপজেলায় কর্মরত ১৮ জন লাইনম্যান (অস্থায়ী) কর্মবিরতি ঘোষণা করে ঢাকায় গিয়েছেন আন্দোলনে যোগ দিতে।

এমন পরিস্থিতিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ পল্লী বিদ্যুতের রাঙ্গুনিয়া জোনাল অফিসে অবস্থান নিতে শুরু করেন। খবর পেয়ে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ব্যাপারে সেনাবাহিনীর টাস্কফোর্স-৪ রাঙ্গুনিয়া অস্থায়ী ক্যাম্প থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাইনম্যানদের (অস্থায়ী) কর্মবিরতির বিষয়টি সম্পর্কে সেনাবাহিনী অবগত হয়ে দুপুর ১২টার দিকে তারা উপজেলার ডিজিএম (ভজন কুমার বর্মন) এর সাথে যোগাযোগ করলে তিনি এক দেড় ঘন্টার মধ্যে বিদ্যুৎ আসবে বলে আশ্বাস দেন।


পরবর্তীতে বিদ্যুৎ না আসলে বিকাল ৫টা ৫০ মিনিটের দিকে উপজেলার বিক্ষুব্ধ জনতা পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে। খবর পেয়ে রাঙ্গুনিয়া অস্থায়ী আর্মি ক্যাম্প থেকে টহল টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় দায়িত্বশীল পল্লী বিদ্যুতের ডিজিএম-এর সাথে প্রায় আধাঘন্টা পর্যন্ত বৈঠক করেন।

পরবর্তীতে ৩০ মিনিটের মধ্যে রাঙ্গুনিয়া উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপিত হয়। বাকি এলাকায় রাতের মধ্যে বিদ্যুৎ সংযোগ স্থাপন হবে বলে ডিজিএম আশ্বাস দেন। বর্তমানে পল্লি বিদ্যুৎ অফিস এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ ব্যাপারে জানতে চাইলে রাঙ্গুনিয়ায় পল্লী বিদ্যুতের ডিজিএম ভজন কুমার বর্মন জানান, লাইনম্যানরা কর্মবিরতীর কারণে ভারী বৃষ্টিতে সমস্যা হওয়া লাইনে কাজ করতে বেগ পেতে হচ্ছে। সেনাবাহিনীর হস্তক্ষেপে অফিস এলাকায় আসা জনসাধারণ শান্তভাবে ফিরে যান।

সন্ধ্যা ৬টার পর থেকে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হতে শুরু করে। রাঙ্গুনিয়ার ৫০ শতাংশের বেশি এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা হয়েছে। বাক্ক এলাকাতেও পর্যায়ক্রমে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলোনা জসিমউদ্দীনের
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মহানগর বিএনপির ৩৫ ওয়ার্ডে নতুন আহ্বায়ক কমিটি