রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ২৮ ডিসেম্বর, ২০২৪ at ৬:৪৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মো. রুবেল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার রাজানগর ইউনিয়নের রাণীরহাট বাজারের কেবিএস কনভেনশন ক্লাবের পাশে এ ঘটনা ঘটে। নিহত রুবেল একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হাজী রহমান তালুকদার বাড়ির মো. রফিকের পুত্র। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা মো. জাহেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত রুবেল সিসি ক্যামেরার ওয়াইফাই সংযোগের কাজ করছিলেন। এ সময় দুর্ঘটনাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যান তিনি। সেখানেই বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, পেশায় একজন মিস্ত্রি রুবেল সমপ্রতি তার বাবার সাথে মিলে ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ দিয়েছিলেন। দোকানে ওয়াইফাই সংযোগ স্থাপনের উদ্দেশে গতকাল দুপুরে দোকানের টিনের চালে উঠেছিলেন তিনি। অসাবধানতাবশত ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রুবেলের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। এটি ময়নাতদন্ত করা হবে। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধবহদ্দারহাটে আবাসিক হোটেলে অভিযান, ১৩ নারী-পুরুষ আটক
পরবর্তী নিবন্ধঅ্যাড. কাজী নজরুল ইসলামের ১২তম মৃত্যুবার্ষিকী আজ