রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৭ ডিসেম্বর, ২০২৪ at ৪:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার রাণীরহাট বাজারের কেবিএস কনভেনশন ক্লাবের পাশে এই ঘটনা ঘটে।

নিহতের নাম মো. রুবেল (২৬)। তিনি একই এলাকার মো. রফিকের ছেলে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কমীর্রা ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেন।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা মো. জাহেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত রুবেল সিসি ক্যামেরার ওয়াইফাই সংযোগের কাজ করছিলো। এসময় দুর্ঘটনাবশত বিদ্যুৎ তারে জড়িয়ে যায় সে। সেখানেই বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এটি ময়নাতদন্ত করা হবে। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধমাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বাসের ধাক্কা, নিহত ৬
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে বিএনপির আনন্দ র‍্যালিতে হাতাহাতি