রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে ‘শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ’ নামে বিএনপির একটি দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বুধবার রাত ৩টার দিকে ইউনিয়নের ইসলামিয়া পাড়া এলাকার এ ঘটনা ঘটে। এ সময় পাশে থাকা একটি কোচিং সেন্টারও পুড়ে যায়। পরে খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের কর্মীদের ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে এ ঘটনার জন্য আওয়ামী লীগ এবং তাদের অঙ্গসংগঠনকে দায়ী করছে বিএনপি।
লালানগর ইউনিয়ন যুবদলের সভাপতি এম. এইচ সুমন বলেন, লালানগর ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা কয়েকদিন আগে ইসলামিয়া পাড়া চত্বরে দিন–দুপুরে প্রকাশ্যে আমাদের দলীয় ব্যানার ছিঁড়ে ফেলেছে। সুতরাং এ থেকেই বুঝা যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা তারাই ঘটিয়েছে।
একই অভিযোগ করে বিএনপি নেতা মিজানুর রহমান মিজান বলেন, এটা আওয়ামী ও তাদের সংগঠনের নেতৃবৃন্দের নাশকতা। তারা আগুন লাগিয়ে যাওয়ার সময় তিনটি ফায়ার করেছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী মেম্বার জানান, মূলত আওয়ামী লীগ ও তাদের দোসররাই এ ঘটনা ঘটিয়েছে।
রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা জাহেদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। এ ঘটনায় ১ লাখ টাকায় ক্ষয়ক্ষতি হতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।