রাঙ্গুনিয়ায় বিএনপির গণমিছিল ও জিয়াউর রহমানের মাজার জেয়ারত

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১১ আগস্ট, ২০২৪ at ১১:২৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় গণমিছিল ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম মাজার জেয়ারত ও সমাবেশ করেছেন বিএনপি নেতৃবৃন্দ। গত শুক্রবার বৃহত্তর রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরাম ওমানের সভাপতি হাজী মোরশেদ আলম ও বিএনপি দুবাই আল আবির শাখার সাধারণ সম্পাদক আরিফ তালুকদার দেশে ফিরলে তাদের সংবর্ধনা উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। কাপ্তাই সড়কের তাপবিদ্যুৎ গেট থেকে গণমিছিলটি বের করা হয়। মিছিলটি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম মাজার জেয়ারতে অংশ নেন নেতৃবৃন্দ। পরে গোচরা চৌমুহনী বাজারে আয়োজিত সমাবেশে হাজী মোরশেদ আলম ও আরিফ তালুকদার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ব্যবসায় করতে কাউকে কোন রকম চাঁদা দিতে হবে না। মানুষ এবং কারো সম্পদের যাতে কোন ক্ষতি না হয় সেদিকে নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এসময় উপস্থিত ছিলেন মো. করিম, মো. পারভেজ, মো. কামাল, মো.আলমগীর, মো. হারুন, মো. কুতুব, মো. বাদশা, আবু হেনা, মো. খোকন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধভ্যানে সাবেক অ্যাটর্নি জেনারেলের ৩ হাজার কোটি টাকার চেক!
পরবর্তী নিবন্ধজনগণের জানমাল রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান