রাঙ্গুনিয়া উপজেলার বেগম ইকবাল জাকির হোসেন (বিআইজেডএইচ) মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগম ইকবাল জাকির হোসেন (বিআইজেডএইচ) বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কান্তি শীল।
সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. এসকান্দর। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদ সদস্য সোহেল তালুকদার, শিক্ষক মো. আবদুল গফুর, নুরনাহার বেগম, কৃষ্ণা রায় চৌধুরী, শিব প্রসাদ দে, মোরশেদা নাসরিন, ছানোয়ারা শাহীন, চুমকি মজুমদার, ভিক্টোরিয়া বড়ুয়া, কাজী নীগার সুলতানা, হ্যাপী বড়ুয়া, ইসরাত জেবিন, শারমিন আকতার প্রমুখ।