রাঙ্গুনিয়ায় বাগানের গাছ কেটে নিল দুর্বৃত্তরা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২১ জানুয়ারি, ২০২৫ at ৭:০৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরীর বাগান থেকে অর্ধলক্ষ টাকা মূল্যের একটি সেগুন গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার ভোরে চন্দ্রঘোনাকদমতলী ইউনিয়নের পাঠান পাড়ায় এ ঘটনাটি ঘটে। গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ তারের উপর ফেলায় তার ছিড়ে আশেপাশের কয়েক গ্রামের ১২ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। জানা যায়, উপজেলার চন্দ্রঘোনাকদমতলী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের পূর্ব হিন্দুপাড়া সেবাহলা বটতল মহাজন বাড়ি এলাকায় নুরুল আবছার চৌধুরীর গাছের বাগান রয়েছে। রাতের আঁধারে সেখান থেকে বড় একটি সেগুন গাছ কেটে নিয়ে যায়। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান ভুক্তভোগী নুরুল আবছার চৌধুরী। এ ব্যাপারে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম।

পূর্ববর্তী নিবন্ধএমদাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গল্প আহরণ প্রতিযোগিতার প্রথম অধিবেশন
পরবর্তী নিবন্ধআজ ইসলামী ছাত্রসেনার ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী