রাঙ্গুনিয়ায় সিএনজি ট্যাক্সির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার ঘাটচেক টু রাণীরহাট পারুয়া ডিসি সড়কের পারুয়া উলু পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, পারুয়া এলাকার সিএনজি ট্যাক্সি চালক মো. বেলাল (৩৩) ও একই এলাকার মোটরসাইকেল চালক মো. রহিম উল্লাহ (৪৫)। রহিম উল্লাহর অবস্থা গুরুতর হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিএনজি ট্যাক্সি চালক কানে হেডফোন লাগিয়ে গাড়ি চালাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি হর্ণ দিলেও তিনি তা শুনতে না পেয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হালদার জানান, পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি ২টি থানায় নিয়ে এসেছে। আহতরা চিকিৎসাধীন।