রাঙ্গুনিয়ায় বসতঘরে দিনমজুরের ঝুলন্ত মরদেহ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ৬ ডিসেম্বর, ২০২৪ at ৫:৩৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় নিজ বসতঘর থেকে মো. রফিক (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার হোছনাবাদ ছাদেকের ঘোনা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার জাবেদ আলীর ছেলে। নিহত রফিক দিনমজুরের কাজ করতেন বলে জানান স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য মো. বাবু জানান, রফিক অবিবাহিত ছিল। সে তার ঘরে একাই থাকতেন। তার বাড়ির পাশে থাকা দোকান থেকে বুধবার রাত সাড়ে ১০টার দিকে নিজ ঘরে চলে যায়। তবে পরেরদিন দোকানে না যাওয়াতে দোকানদার তাকে ডাকতে এসে দেখেন তার কোন সাড়াশব্দ নেই। পরে আরো কয়েকজনসহ দরজা ভেঙে তার লাশ দেখতে পায়। পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। রফিকের সাথে কারো বিরোধ নেই বলে জানান তিনি।

রাঙ্গুনিয়া থানার এসআই মো. জাকির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধহাসিনার সেই ৪০০ কোটির পিয়ন নিউইয়র্কে?
পরবর্তী নিবন্ধঅস্ত্র মামলায় গ্রেপ্তার টেকনাফের সেই কিশোরের জামিন