চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের আয়োজনে বন্যহাতি দ্বারা আক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠান উপজেলা সম্মেলন কক্ষে সোমবার (১১ মার্চ) সকালে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান মেহেবুব। বক্তব্য দেন উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. নাহিদ হাসান। শেষে ক্ষতিগ্রস্ত ৬ জনের মাঝে ২ লাখ ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।