রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ আগস্ট, ২০২৪ at ১১:১১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ইছাখালী জাকির হোসেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বঙ্গমাতা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ঘাটচেক সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারা ২০ গোলের ব্যবধানে রাজাভূবন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মেহেবুব। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি।

অন্যদিকে বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভূমিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা। নির্ধারিত সময়ে খেলা গোল শূন্য ড্র হলে তারা টাইব্রেকারে জঙ্গল পারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের হারিয়েছে। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখর বিশ্বাস। শিক্ষক রঞ্জন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদিউল খায়ের লিটন চৌধুরী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল মোহাইমেন, প্রবীর কুমার চৌধুরী, শিবলু দাশ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ নাসির, অর্থ সম্পাদক জগলুল হুদা প্রমুখ। খেলা পরিচালনা করেন এ কে এম মাহমুদুল হাসান তালুকদার, আবদুল মালেক, দেবাশীষ মুৎসুদ্দি ও পলাশ কুমার চৌধুরী। এই দুই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল জেলা পর্যায়ের খেলায় অংশ গ্রহণ করবে।

পূর্ববর্তী নিবন্ধঅলিম্পিক সাঁতারে আয়ারল্যান্ডকে প্রথম স্বর্ণ পদক এনে দিলেন উইফেন
পরবর্তী নিবন্ধঅলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সামনে পড়ল আর্জেন্টিনা