রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনুর্ধ্ব–১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ইছাখালী জাকির হোসেন স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়। খেলায় বেতাগী ইউনিয়ন চন্দ্রঘোনা–কদমতলী ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলাটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে জয় পায় বেতাগী। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ইউএনও মো. রায়হান মেহেবুব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মাস্টার আবদুর রউফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখর বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদিউল খায়ের লিটন চৌধুরীর সঞ্চালনায় অতিথি হিসেবে আরও বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান ইদ্রিস আজগর, আহমদ সৈয়দ তালুকদার, শফিউল আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এনামুল হক, সদস্য আবদুল মালেক, ব্যাংকার ওয়াহিদুজ্জামান সুমন, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক হালিম আবদুল্লাহ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ নাসির, অর্থ সম্পাদক জগলুল হুদা, আলী আকবর, পিপলু বড়ুয়া প্রমুখ। খেলা পরিচালনা করেন মুক্তি সাধান বড়ুয়া, ওয়াহিদুজ্জামান, দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ সিপাত। শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফিসহ পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।