রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু ফুটবলের সেমিফাইনালে সরফভাটা, চন্দ্রঘোনা, বেতাগী ও রাজানগর

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ২৯ জুলাই, ২০২৪ at ১১:০০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের খেলা ইছাখালী জাকির হোসেন স্টেডিয়ামে গতকাল রোববার বিকালে শেষ হয়েছে। গতকাল কোয়ার্টার ফাইনালের প্রথম খেলায় দক্ষিণ রাজানগর ইউনিয়নকে টাইব্রেকারে হারিয়েছে বেতাগী ইউনিয়ন। দ্বিতীয় খেলায় পারুয়া ইউনিয়নকে ১০ গোলে হারিয়েছে চন্দ্রঘোনা ইউনিয়ন। তৃতীয় কোয়ার্টার ফাইনালে পদুয়া ইউনিয়নকে ১০ গোলে পরাজিত করে রাজানগর ইউনিয়ন। এবং চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে রাঙ্গুনিয়া পৌরসভাকে ১০ গোলের ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয় সরফভাটা ইউনিয়ন। ফলে বিজয়ী এই চার দল সেমিফাইনালে খেলবে। আজ সোমবার বিকালে টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। যেখানে প্রথম সেমিফাইনালে চন্দ্রঘোনা ইউনিয়ন মুখোমুখি হবে রাজানগর ইউনিয়নের। আর দ্বিতীয় সেমিফাইনালে বেতাগী ইউনিয়ন প্রতিদ্বন্দ্বিতা করবে সরফভাটা ইউনিয়নের।

পূর্ববর্তী নিবন্ধ৩য় বিভাগ ফুটবলে কল্লোল গ্রীন ও সিটি টাইগারের জয়
পরবর্তী নিবন্ধনিজেদের ব্যর্থতার কথা স্বীকার করলেন জাহানারা