রাঙ্গুনিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনূর্ধ্ব–১৭) আগামী ১৮ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট আয়োজিত হবে। এই টুর্নামেন্টের মাধ্যমে উপজেলা থেকে ২৫–৩০ জন খেলোয়াড় বাছাই করে জেলা পর্যায়ের টুর্নামেন্টের জন্য শক্তিশালী দল গঠন করার আশাবাদ ব্যক্ত করা হয়েছে। গতকাল রোববার বিকালে রাঙ্গুনিয়া উপজেলা ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভায় এসব কথা জানানো হয়। উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান মেহেবুব। সাধারণ সম্পাদক বদিউল খায়ের লিটন চৌধুরীর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।











