রাঙ্গুনিয়া ক্রিকেট একাডেমির আয়োজনে প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। রাঙ্গুনিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল সোমবার বিকালে উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বীতা করে কেপিএম পশ্চিম নতুনপাড়া ক্রিকেট একাদশ ও গাজী রশিদিয়া পাড়া ক্রিকেট একাদশ। নির্ধারিত ১২ ওভারে গাজী রশিদিয়া পাড়া একাদশ ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে। জবাবে ৩ বলে হাতে রেখেই ১৪০ রান সংগ্রহ করে ৫ উইকেটে জয় পায় কেপিএম পশ্চিম নতুনপাড়া ক্রিকেট একাদশ। এরআগে খেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান। রাঙ্গুনিয়া ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ইকবাল আহমেদ বেলালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন মো. গাজী আইয়ুব, জামাল উদ্দিন, হেলাল আহমেদ, হাবিবুর রহমান, মোহাম্মদ আলী, হানিফ রাজু, ওমর ফারুক, আবুল কালাম, সাদাতুর রহমান, মোহাম্মদ কাইয়ুম, জালাল উদ্দিন, আবদুল রাজ্জাক, জসিম উদ্দিন, গিয়াস উদ্দিন, নূর মোহাম্মদ প্রমুখ।