রাঙ্গুনিয়ায় চন্দ্রঘোনা বনগ্রাম স্টার ক্লাবের আয়োজনে ঘরোয়া প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা স্থানীয় জুমপাড়া মাঠে গতকাল শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। খেলায় শেখ জামাল স্পোর্টিং ক্লাব ২–০ গোলে বনগ্রাম কিংস একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
চন্দ্রঘোনা ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মো. ইসমাইল হোসেন ইমুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ইলিয়াস কাঞ্চন চৌধুরী। উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আবু মনছুর। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হারুন সওদাগর। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য মনিরা চৌধুরী শিমু, ইউনিয়ন আ.লীগের সহ–সভাপতি ইসমাইল সওদাগর, ফখরুল ইসলাম, ইউপি সদস্য গুলজার হোসেন, মুসা সওদাগর, আব্দুল খালেক, আবু জাফর, রমজান সওদাগর, সিরাজুল ইসলাম, সোহেল চৌধুরী খোকন, শাহেদুল হক, মাসুদ পারভেজ, ইউপি সদস্য জুয়েল চাকমা, নাজিম উদ্দিন, মো. সুলতান, মো. ইসহাক, মো. তসলিম সওদাগর, জহিরুল ইসলাম প্রমুখ। শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফিসহ পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।












