রাঙ্গুনিয়ায় চাঞ্চল্যকর প্রবাসী ইউসুফ আলী হত্যা মামলার এজহারভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত শুক্রবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মুহাম্মদ তৈয়বুর রহমান টিপু (২৮) ও আলী আকবর (৪৩)। টিপু রাজানগর ইউনিয়নের বগাবিলি মৌলানা ছৈয়দুর রহমান বাড়ির মোহাম্মদ আইয়ুব আলী খানের ছেলে; আকবর রাজানগর ইউনিয়নের মধ্যম বগাবিলি কাশেম মেম্বার বাড়ির মৃত নবীর হোসেনের ছেলে।
আলী আকবরের বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও নারী শিশু নির্যাতন ও বন মামলাসহ ৬টি এবং টিপুর বিরুদ্ধে ৫টি মামলার পরোয়ানা রয়েছে বলে জানা যায়। গতকাল শনিবার তাদের জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। র্যাব–৭ জানায়, চাঞ্চল্যকর প্রবাসী ইউসুফ আলী হত্যা মামলার পলাতক আসামিরা গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল এবং অজ্ঞাতস্থান থেকে নিহতের স্ত্রীসহ তার পরিবারের সদস্যদের মামলা তুলে নিতে নানা হুমকি ধমকি দিয়ে যাচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে এই হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে এই হত্যা মামলা ছাড়াও আরও একাধিম মামলার পরোয়ানা ছিলো। গতকাল আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এই মামলার বাকী আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।












