রাঙ্গুনিয়ায় এক সৌদি প্রবাসীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে তার মালিকানাধীন বাগান থেকে আড়াইশ গাছ কেটে নিয়ে গেছে মো. আবদুল্লাহ (৩২) নামে এক যুবক।
এ ব্যাপারে ভুক্তভোগী প্রবাসী পরিবার থানায় মামলা দিলে পুলিশ ঐ যুবককে গ্রেফতার করে। উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কলাবাইজ্জেঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেফতার আবদুল্লাহ একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড আজিজনগর এলাকার আবদুল মজিদের ছেলে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার এসআই বিবেক জানান, তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দিয়েছে ভুক্তভোগী প্রবাসীর পরিবার। এর ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ভুক্তভোগী প্রবাসীর ছোট ভাই ও মামলার বাদী মোহাম্মদ তোয়াছিন জানান, তার ভাই হাফেজ মোহাম্মদ জমির উদ্দিন দীর্ঘ ২৬ বছর ধরে স্বপরিবারে সৌদি আরবে ছিলেন। ২০০৬ সালে কলাবাইজ্জাঘোনায় জায়গা কিনে সেখানে গামারী, আকাশমনি, মেহগনি, আমগাছসহ বিভিন্ন প্রজাতির গাছপালা রোপন করেন।
সম্প্রতি দেশের পট পরিবর্তনের পর তাদের পাশের গ্রামের আব্দুল্লাহ তার ভাইয়ের কাছ থেকে পাঁচ লাখ টাকা এবং প্রতিমাসে পাঁচ হাজার টাকা করে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে বাগানের আড়াইশত গাছ কেটে লুট করে নিয়ে যায়। যার বাজার মূল্য দশ লক্ষাধিক টাকা।
গত ২১ ডিসেম্বর আরও কিছু গাছ কেটে নিয়ে যাওয়ার সময় প্রবাসীর ছোট ভাই বাঁধা দিলে তাকেও প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরে বিষয়টি থানায় অভিযোগ আকারে দিলে পুলিশ ঘটনার সত্যতা পেয়ে তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা নেন এবং তাকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে এলাকায় আরও নানা সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগ রয়েছে বলে জানান প্রবাসী জমিরের ছোট ভাই তোয়াছিন। তাকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করে বলে জানান তিনি।