রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৩ মে, ২০২৫ at ৬:৫১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম হাফছা ()। গতকাল শুক্রবার সকালে রাজানগর ইউনিয়নে এই ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার রাজানগর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড খলিল দফাদারের বাড়ির মো. ইলিয়াস হোসেনের মেয়ে হাফছা গতকাল সকালে খেলতে গিয়ে নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোথাও সন্ধান পাওয়া যায়নি তার। পরে বাড়ির পেছনের পুকুরে সন্ধান চালিয়ে পৌনে এগারটায় তার নিথর দেহ উদ্ধার করা হয়। রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নেয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে
পরবর্তী নিবন্ধসরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে উন্নতি : তথ্য উপদেষ্টা