রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৮ এপ্রিল, ২০২৫ at ৭:৩৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে আছমা সিদ্দিকা সাফা () নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রোববার উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ২নং ওয়ার্ড খন্ডলিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার সৌদিয়া প্রবাসী মো. হাসান আলীর কন্যা। গতকাল সোমবার শিশুটির পিতা দেশে ফিরলে বিকালে শিশুটিকে দাফন করা হয়।

নিহত শিশুর স্বজন এম এ জব্বার সিকদার জানান, রোববার সন্ধ্যার দিকে বাড়ির উঠানে অন্যান্য শিশুর সাথে খেলছিলো সাফা। একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করে। প্রায় আধাঘণ্টা পর পাশের পুকুরে তার নিথর দেহ পাওয়া যায়। তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. ইউসুফ জানান, শিশুটির পিতা দেশে ফিরলে সোমবার বিকালের দিকে তার লাশ দাফন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্য বিষয়ে সচেতনতার উপর গুরুত্বারোপ
পরবর্তী নিবন্ধপ্রবীণ রম্যসাহিত্যিক সত্যব্রত বড়ুয়া আর নেই