রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:০৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় মো. হাসান () নামে ১ শিশুর মৃত্যু হয়েছে। তার বাড়ি পশ্চিম সরফভাটা গ্রামে। স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র সে। গতকাল শনিবার সকালে মাদ্রাসার পুকুরে গোসল করতে নেমে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, স্থানীয় মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র মো. হাসান ও মো. সম্রাট পুকুরে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে মো. হাসান পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাঁদের দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মো. হাসানকে মৃত ঘোষণা করে ও সম্রাটকে চমেক হাসপাতালে পাঠানো হয়। ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, একই শ্রেণির দুই ছাত্র পানিতে ডুবলেও একজনকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে। অন্যজন মারা যায়।

পূর্ববর্তী নিবন্ধগান, নৃত্য ও কথামালায় শরৎ উৎসব
পরবর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে পাহাড়তলীতে মশারি বিতরণ