রাঙ্গুনিয়ায় পার্কে বসে মাদক সেবন, ৫ যুবক গ্রেপ্তার

একই রাতে গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আরও ৫ আসামি

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ৬ জুলাই, ২০২৫ at ৭:০০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার একটি ক্লাবে রাতে বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় ক্লাবের পাশে একটি পার্কে বসে মাদক সেবন করছিল একদল যুবক। এরপর খবর পেয়ে পুলিশ এসে তাদের গ্রেপ্তার করেন। গত শুক্রবার রাতে উপজেলার পদুয়া ইউনিয়নের রাজারহাটে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন, সনেট তালুকদার (৩৫), জয়ন্ত দে (২০), রনি দে (২৬), জনি দে (৩৬) ও ইমন দে (৩০)

এদিকে একই রাতে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও ৫ আসামিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তারা হলেন, মো. জাফর, মো. মুরাদ, মো. জামাল, মহিউদ্দিন ও মো. হারুন। গতকাল শনিবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পৃথক দুই ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, পৃথক অভিযান চালিয়ে দশজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক নির্মূলে এবং এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধমহানগর জাতীয় পার্টির ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
পরবর্তী নিবন্ধমহেশখালীর প্রধান সড়কে যানজট, ভোগান্তি