রাঙ্গুনিয়া পদুয়া ইউনিয়নের ফলাহারিয়া হযরত পাঠান আউলিয়া (রহ🙂 এতিমখানা ও হেফজখানায় শোহদায়ে কারবালা মাহফিল গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে আলোচনা করেন মাওলানা আব্দুর রহিম আল কাদেরী। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ হাকিম উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন আবদুল হামিদ নঈমী, সাইফুর রহমান জুয়েল, মাহবুব আলম, নাছির উদ্দীন আল কাদেরী, রফিকুল ইসলাম, মতিউর রহমান, নুরুল আমিন, শফি সওদাগর, হাশেম তালুকদার, হায়দার আলী, ইদ্রিস জনি, কালু মিয়া সওদাগর, আব্দুল হাকিম সওদাগর, নঈম উদ্দিন, মো. ইউনুচ, আতিউর রহমান, হাসেম সওদাগর, কাজী জসিম উদ্দিন, মো. রুবেল, হাজী আবু তাহের, কাজী জসিম উদ্দিন, জামাল উদ্দিন, নূর হামজা, কুরবান আলী, মো.আলমগীর, আবু নাছের প্রমুখ।
সভায় মাদ্রাসার নির্মাণাধীন ৩ তলাবিশিষ্ট ভবনের জন্য ইতিমধ্যেই ৩০ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানানো হয়। পুরো ভবন নির্মাণে সব মিলিয়ে ২কোটি টাকা প্রয়োজন উল্লেখ করে সকলের সহায়তা কামনা করা হয়।