রাঙ্গুনিয়ায় পল্লী উন্নয়ন কার্যালয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১৮ নভেম্বর, ২০২৩ at ১০:২৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড রাঙ্গুনিয়া কার্যালয়ে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচির আওতায় সদস্যদের তিনদিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ (১ম ব্যাচ, অর্থ বছর ২০২৩..২০২৪ ইংরেজি) উদ্বোধন হয়েছে। গত ১৪ নভেম্বর দুপুরে উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয় মিলনায়তনে প্রধান অতিথি থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতাউল গনি ওসমানী। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধরূপবান শিম চাষে সফল তিন শতাধিক কৃষক
পরবর্তী নিবন্ধযাত্রীবাহী বাসে তল্লাশি, আলীকদমে ইয়াবাসহ পাচারকারী আটক